ঈদের পাঁচ দিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় টোল আদায় বেশি হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট বলছে, মাওয়া প্রান্ত থেকে সেতু পাড়ি দিয়েছে ৯৩ হাজার ৫৭৯টি যানবাহন। আর জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৬০ হাজার ৬৮৯টি যানবাহন।
এদিকে দীর্ঘ সাড়ে ৯ মাস পর ২০ এপ্রিল থেকে ফের সেতুতে চলা শুরু হয়েছে মোটরসাইকেলের। এ কারণে প্রথম দিন থেকে মোটরসাইকেলের ঢল ছিল সেতুতে। সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মোট পারাপার হওয়া মোটরসাইকেলের মধ্যে মাওয়া থেকে পার হয়েছে ৪৭ হাজার ৭০৯টি ও জাজিরা থেকে পার হয়েছে ২৯ হাজার ৮২০টি। মোটরসাইকেল পারাপারে ১০০ টাকা হিসেবে প্রথম ছয় দিনে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।