আগামী ৩ মে (বুধবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাং (USTC) এর ৫ম সমাবর্তন।
সমাবর্তনে সভাপতিত্ব ও ডিগ্রী প্রদানের জন্য উপস্থিত থাকবেন, চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর মনোনীত প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরি, এমপি। সমাবর্তন বক্তব্য দেবেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়া (MMU) এর প্রেসিডেন্ট প্রফেসর দাতো ড. মাজলিহাম মোঃ সুউদ। উপস্থিত থাকবেন, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিল (BAC) এর চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) থেকে সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেইন এবং প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
১৯৮৯ সালের ১৩ মে থেকে প্রথম সূচনা করে USTC। তখন থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান-টি। আগামী ৩ মে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিতব্য USTC-এর ৫ম সমাবর্তনে দেখা মিলবে- গ্র্যাজুয়েট, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল অতিথির এক মহা-সম্মেলন।