শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শ্বশুরের ঘরে আগুন দিয়ে জামাতা পলাতক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৫:০০

সিরাজদিখানে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ঘরে আগুন দিয়ে পালিয়েছে জামাতা। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের হারাধন চন্দ্রের বাড়িতে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ লাখ টাকা।

হারাদন চন্দ্রের মেয়ে কাজল দে জানান,  পাঁচ বছর আগে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার তিতার কান্দি গ্রামের অমল চন্দ্র দাসের ছেলে অধির চন্দ্র দাসের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন বছরের পুত্র সন্তান রয়েছে। গত দুই বছর যাবত্ স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করছে। গত ১০ এপ্রিল ঝগড়ার এক পর্যায়ে কাজলকে তার স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে গত বৃহস্পতিবার রাতে স্বামী অধির চন্দ্র স্বশুর বাড়ি এসে জানান তিনি ছেলেকে নিতে এসেছেন। পরে কাজলের বাবা-মা ঝগড়ার সমাধানের জন্য জামাতকে রাতে বাসায় রেখে দেন। কিন্তু শুক্রবার ভোরে জামাতা ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় জামাতাকে গ্রামবাসী দেখেছে বলে জানায়। স্ত্রী কাজল বলেন, তাদের পুড়িয়ে মারার জন্য স্বামী ঘরে আগুন দিয়েছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ হয়েছে। থানার উপ-পরিদর্শক ফয়েজুর রহমান জানান, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম