শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কারগারে বসে এসএসসি পরীক্ষা দিলো এক শিক্ষার্থী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৪:৫০

ঝিনাইদহের মহেশপুরের এক শিক্ষার্থী কারাগারে বসে এক শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়।

উক্ত মামলায় ২৬ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে এবং ফতেপুর ইউনিয়নের শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সে। 

ঝিনাইদহ জেল সুপার আনোয়ার হোসেন জানান, আদালতের আদেশের প্রেক্ষিতে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম ও নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। সে খালিশপুর পরীক্ষা কেন্দ্রের একজন পরীক্ষার্থী ছিল।

ফতেপুর শাসুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, সে স্কুলের নিয়মিত ছাত্র। একটি মামলায় ঝিনাইদহ কারাগারে থাকায় কারাগার থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।

মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর মাধ্যমিক পর্যায়ে ছয় কেন্দ্রে তিন হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৬৫ জন। এছাড়া মাদ্রাসা পর্যায়ে দুই কেন্দ্রে ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৮ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আবেদনের প্রেক্ষিতে এক ছেলে জেলে বসে পরীক্ষায় অংশ নিচ্ছে।    

ইত্তেফাক/আরএজে