বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হত্যার তিন বছর পর গ্রেপ্তার ২

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৮:২১

জয়পুরহাটের ক্ষেতলালে আনোয়ার হোসেন শামীম নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে তিন বছর পর দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

শনিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার দাশরা সড়াইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জয়পুরহাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার দাশরা সড়াইল গ্রামের জালাল উদ্দিনের ছেলে আদম আলী (৩৩) ও ইসহাক আলীর ছেলে ইউসুফ আলী (২২)।

জানা যায়, ২০২০ সালের ৯ মে রাত ১০টার দিকে ওষুধের দোকান বন্ধ করে বাইসাইকেলে করে নিহত শামীম দাশরা সড়াইল গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। দাশরা এলাকার পুরাতন জামে মসজিদের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ক্ষেতলাল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ক্লুলেস এ খুনের ঘটনায় শনিবার রাতে দাশরা সড়াইল গ্রাম থেকে আলী আদম ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় জমি নিয়ে বিরোধের জেরেই শামীমকে খুন করা হয়। পরে দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইত্তেফাক/এবি/পিও