ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এক হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। ঐতিহাসিক এই ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই।
রাজস্থানের হয়ে এই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৬২ বলে ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলছে যশস্বী জয়সওয়াল। তার ব্যাটিংয়ে ভর করেই টস জিতে ব্যাটিংয়ে নামা রাজস্থান ২০ ওভারে ৭ উইকেটে ২১২ রানের বিশাল এক সংগ্রহ পায়। ৬২ বলে ১৬ চার আর ৮ ছক্কায় এবারের আসরের তৃতীয় সেঞ্চুরি করেন জয়সওয়াল।
২১৩ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে বিপদেই পড়েছিল মুম্বাই। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় বিপদ আর বাড়েনি মুম্বাইয়ের। সূর্যকুমার যাদবের ২৯ বলে ৫৫, ক্যামেরুন গ্রিনের ২৬ বলে ৪৪ আর টিম ডেভিডের ১৪ বলে অপরাজিত ৪৫ ক্যামিওতে ৩ বল বাকি তাহকতেই ৬ উইকেটের জয় পায় মুম্বাই।
এই জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্যেন্ট টেবিলের সপ্তমস্থানে রয়েছে মুম্বাই আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রাজস্থান।