শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইনজুরি সময়ে দুই গোলের রোমাঞ্চ, লিভারপুলের কাছে হারলো টটেনহাম

আপডেট : ০১ মে ২০২৩, ১৫:৪৫

ইনজুরি সময়ে গোল করে সমতায় ফিরলো, আবার সেই ইনজুরি সময়েই গোল হজম করে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লিভারপুলের কাছে ৪-৩ ব্যবধানে হারতে হলো টটেনহ্যাম হটস্পারকে।

নিজেদের মাঠে খেলা শুরুর পর প্রথমার্ধের ১৫ মিনিটের ব্যবধানে ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। গোল তিনটি করেন কার্টিস জোন্স, লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ। লিভারপুলের টানা তিন গোলের পর আর কেউই ভাবেনি টটেনহ্যাম ম্যাচে ফিরবে। 

তবে প্রথমার্ধের ৩৯ মিনিটেই হ্যারি কেনের গোলে ব্যবধান কমায় টটেনহ্যাম। ৩-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে টটেহ্যামের হয়ে আরেকটি গোল করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন সন হিউং মিন। নির্ধারিত ৯০ মিনিট শেষেও ৩-২ গোলে এগিয়ে ছিলো লিভারপুল। তবে চমক বাকি তখনও, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ম্যাচে ৩-৩ সমতা আনেন টটেনহ্যামের রিচার্লিসন। 

যখনই মনে হচ্ছিলো ৩-৩ গোলে সমতায় শেষ হবে ম্যাচ, তখনই ডিয়েগো জোটার ম্যাজিক। রিচার্লিসনের গোলের ঠিক পরের মিনিটেই স্পার্সদের জালে বল জড়িয়ে অলরেডদের উল্লাসে মাতান জোটা। ৪-৩ গোলের স্বসতির জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।  

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠলো লিভারপুল। আর এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে নেমে গেছে টটেনহ্যাম।

ইত্তেফাক/এসএস