বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কৃত্রিম বুদ্ধিমত্তার 'গডফাদার' জেফরি হিন্টন গুগল ছাড়লেন

আপডেট : ০২ মে ২০২৩, ১৪:৩৭

কৃত্রিম বুদ্ধিমত্তার 'গডফাদার' হিসেবে পরিচিত জেফরি হিন্টন গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গত সপ্তাহে তিনি গুগল থেকে পদত্যাগ করেছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিন্টন জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হয়ে ওঠা নিয়ে তিনি মূলত উদ্বিগ্ন। তিনি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে তার কাজের জন্য আফসোস করছেন। এই চ্যাটবটগুলো এখন বিপজ্জনকভাবে বুদ্ধিমান হয়ে উঠেছে যা আক্ষরিক অর্থে 'ভীতিজনক'।

কৃত্রিম বুদ্ধিমত্তার 'গডফাদার' হিসেবে পরিচিত জেফরি হিন্টন গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, 'আমি যতদূর জানি, তারা এখনও আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠেনি। তবে আমি মনে করি তারা শীগগিরই আমাদের ছাড়িয়ে যাবে।' হিন্টন জানান, তিনি গুগল ছেড়েছেন কারণ তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ সম্পর্কে আরও স্বাধীনভাবে কথা বলতে চেয়েছিলেন।

আর এ নিয়ে কথা বলতে গেলে গুগলের টপিক আসবে। নৈতিক সংঘাত এড়ানোর জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে কথা বলার জন্য আমি গুগল ছেড়েছি। এ সিদ্ধান্ত নিয়েছি যাতে কথা বলার সময় গুগলকে আমার মন্তব্যের প্রভাব নিয়ে ভাবতে না হয়।'

গুগলের প্রধান বিজ্ঞানী জেফ ডিন

টুইটে তিনি আরও জানান, গুগল অতীতেও এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করেছে। ৭৫ বছর বয়সী হিন্টন মানব মস্তিষ্কের কাঠামো অনুসরণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের অগ্রদূতদের মধ্যে একজন। হিন্টন কয়েক দশক ধরে গুগলে কাজ করছেন।

এদিকে গুগলের প্রধান বিজ্ঞানী জেফ ডিন এক বিবৃতিতে বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে আমরা অঙ্গীকারবদ্ধ। কী কী ঝুঁকি হতে পারে সে সম্পর্কে আমরা ক্রমাগত শিখছি এবং উদ্ভাবন করছি।'

ইত্তেফাক/ডিএস