রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অজিদের টপকে রাজত্বে ভারত

আপডেট : ০২ মে ২০২৩, ১৮:০২

কদিন পরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। ফাইনালের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই এবার অবশ্য সুখবর পেলো ভারত। আইসিসি হালনাগাদকৃত টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। সেটিও আবার অস্ট্রেলিয়াকে টপকে। 

মঙ্গলবার (০২ মে) হালনাগাদকৃত বাৎসরিক টেস্ট র‍্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন প্রকাশিয় এই র‍্যাংকিংয়ে ভারতের কাছে নিজেদের ১৫ মাসের রাজত্ব হারিয়েছে অস্ট্রেলিয়া। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। আর ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। 

এদিকে, অস্ট্রেলিয়ার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের তিন নম্বরে আছে ইংলিশরা। 

ছবি: সংগৃহীত

নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে এরপরেই আছে  দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। নতুন র‍্যাংকিংয়ে ৪৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। আর দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।  

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগেই র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠাটা ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েই দিবে বলা যায়।

ইত্তেফাক/এসএস