ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ও ইঞ্জিনচালিত ভ্যানের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত সাতজন।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহড়াসড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার সাপুর ঘিঘাটি গ্রামের সলেমান, একই উপজেলার বলাকান্দা গ্রামের শাহিন হোসেনের মেয়ে খুকুমনি (০৭) ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল আহমেদের ছেলে রাফান হোসেন (দেড় মাস)।
আহতদের মধ্যে পাঁচজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটচাদপুর থানার ওসি মইন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর থানার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।