শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কিশান-সূর্যের তাপে ২১৪ করেও হারলো পাঞ্জাব

আপডেট : ০৪ মে ২০২৩, ১৫:০৯

দুই ব্যাটার ইষান কিশান ও সূর্যকুমার যাদবের ব্যাটিং তান্ডবে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে  মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার (৩ মে) মোহালিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মুম্বাই। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইকেটরক্ষক জিতেশ শর্মার ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব। চতুর্থ উইকেটে ৫৩ বলে অবিচ্ছিন্ন ১১৯ রান যোগ করেন তারা।

৭ চার ও ৪ ছক্কায় ৪২ বলে অপরাজিত ৮২ রান করেন লিভিংস্টোন। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন জিতেশ। 

২১৫ রানের টার্গেটে অধিনায়ক রোহিত শর্মা শূন্য ও অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ২৩ রানে বিদায় নেন। তৃতীয় উইকেটে ৫৫ বলে ১১৬ রান তুলে মুম্বাইয়ের জয়ের পথ তৈরি করেন কিশান ও সূর্য।

৭ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৭৫ রান করেন কিশান। ৮ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৬৬ রান করেন সূর্য। পরের দিকে তিলক ভার্মার ১০ বলে অপরাজিত ২৬ ও টিম ডেভিডের ১০ বলে অপরাজিত ১৯ রানে ৭ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় মুম্বাই। 

এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে মুম্বাই। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের ঠিক পরের স্থানে রয়েছে পাঞ্জাব।

ইত্তেফাক/এসএস