শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৩, ২০:২২

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুঁড়িগ্রামের উলিপুর উপজেলার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) এবং নিলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী আটোয়ারীপাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে  সুশান্ত রায় (৪২)।  

জানা যায়, বৃহস্পতিবার সকালে হামিদুল ও সুশান্ত মোটরসাইকেলে করে মোবারকপুর এলাকার রেলগেট পার হচ্ছিলেন। এ সময় খুলনা মেইল ট্রেনটি পার্বতীপুর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে রেলগেট অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহীরা প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১১টার দিকে পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

রেলওয়ের স্থানীয় গেটম্যান বিপ্লব ইসলাম বলেন, ঘটনার সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলেন। উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় ওই মোটরসাইকেলটি দ্রুত গতিতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সামনে পড়ে। এতে মোটরসাকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আরোহীদের মৃত্যু হয়।

নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন বলেন, দুই দিন অফিস ছুটির কারণে মোটরসাইকেলযোগে রাজশাহীতে এক সহকর্মীর বাড়ি যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।

পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. নূরুল ইসলাম বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ইত্তেফাক/এবি/পিও