শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন ‘দালাল’ ধরে থানায় দিলেন কাদের মির্জা

আপডেট : ০৫ মে ২০২৩, ১৬:৩০

নোয়াখালীর কোম্পানীগঞ্জের থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষের কাছে টাকা নিয়ে কাজ হবে বলে দালালি করা তিন দালালকে ধরে থানায় দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (৫ মে) সকালে কোম্পানীগঞ্জ থানার সামনে থেকে তাদের ধরে থানায় সোপর্দ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাদের মির্জা। এরপর গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে মো. স্বপন মিয়া (৪০), বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুর হকের ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৫) ও মৃত আব্দুল কাদেরের ছেলে খোকন মিয়া (৪২)।

জানা যায়, থানাসহ বিভিন্ন অফিসে সেবা নিতে আসা মানুষকে তাদের সমস্যার সমাধান হবে উল্লেখ করে টাকা পয়সা নিয়ে থাকে এসব দালাল। তারা নিজেদের থানার ওসির সঙ্গে ভালো সম্পর্ক আছে বলে সেবা নিতে আসা মানুষদের জানায়। এছাড়া নিজেরা নিজেরা সালিসের নামে সেবাপ্রার্থীদের হয়রানি করে।’  

এ বিষয়ে কাদের মির্জা বলেন, ‘দালালি করা এদের পেশা এবং নেশা। নাম বিক্রি করে নিজেরা সালিসের নামে মানুষের টাকা হাতিয়ে নেয়। অসহায় মানুষের ভোগান্তির শেষ নাই। তাই এদের আইনের আওতায় আনতে আমি থানায় সোপর্দ করেছি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘সালিস বাণিজ্যর অভিযোগ ও ওয়ারেন্ট ভুক্ত আসমিসহ ৪জনকে গ্রেফতার করে নোয়াখালী আদালতে প্রেরণ করি। এই চক্রের কেউ বাকি আছে কিনা খবর নিচ্ছি। পর্যায়ক্রমে বাকিদেরও গ্রেপ্তার করা হবে। নির্বিঘ্নে যেন সাধারণ মানুষ সেবা পায় সেজন্য পুলিশ কাজ করছে।’  

ইত্তেফাক/এসজেড