শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুন্দরবন কুরিয়ারে মিললো ৫০ হাজার ইয়াবা, কারবারি আটক

আপডেট : ০৬ মে ২০২৩, ১২:৪৫

কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবা পরিবহন করার সময় রাজধানীর মতিঝিল থেকে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৯)।

শুক্রবার (৫ মে) চট্টগ্রাম থেকে ঢাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে আসে ৫০ পিস খালি স্কুল ব্যাগের একটি চালান, যা যাওয়ার কথা ছিলো মাদারিপুরের টেকেরহাটে।
 
প্রায় সব ব্যাগ খালি রেখে একটি ব্যাগে প্রবেশ করানো হয় ৫০ হাজার পিস ইয়াবা। আটক সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে নিজেই ইয়াবাভর্তি ব্যাগের চালান পাঠিয়ে ঢাকা আসেন নজরদারির জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন সংবাদ থাকায় মতিঝিল থেকে আটক করা হয় সাইফুলকে। তিনি নিজেই শনাক্ত করেছেন মাদকের চালানটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, মতিঝিলের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রসিদ অনুযায়ী দেখা যায়, প্রেরক ও প্রাপক দুজন একই ব্যক্তি। তার নাম সাইফুল। শুধু মোবাইল নম্বরটা ছিলো ভিন্ন।
 
তিনি বলেন, কুরিয়ার সার্ভিসকে এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। এতে করে তারা পরবর্তীকালে আরও পদক্ষেপ নিতে পারবে।
  
এ বিষয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জেনারেল ম্যানেজার তৌফিক বলেন, ট্রানজিটের কারণে এখানে এক গাড়ি থেকে পণ্য নামিয়ে আরেক গাড়িতে তোলা হচ্ছে। দ্রুত সার্ভিসের কারণে কাজগুলোও দ্রুত করতে হয়। এখানে আমার স্ক্যান মেশিন এখনো দিতে পারিনি। তবে শিগগিরই স্ক্যান মেশিনের ব্যবস্থা করব।
 
সাইফুল এর আগেও একবার ফরিদপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় ৯ কেজি গাজা বহন করার অভিযোগে তাকে আটক হলেও এক মাস পর জামিনে মুক্ত হয়ে ইয়াবার ব্যবসা শুরু করেন তিনি।

ইত্তেফাক/আর