আফগানিস্তানের দুই স্পিনার রশিদ খান ও নূর আহমাদের নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।
শুক্রবার (৫ মে) জয়পুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের বোলারদের তোপে ১৭.৫ ওভারে ১১৮ রানেি অলআউট হয় রাজস্থান। দলের পক্ষে অধিনায়ক সঞ্জু স্যামসন ২০ বলে ৩০ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ১১ বলে ১৫ রান করেন। গুজরাটের রশিদ ১৪ রানে ৩টি ও নূর ২৫ রানে ২টি উইকেট নেন।
জবাবে ৫৮ বলে ৭১ রানের সূচনা করেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ৩৫ বলে ৩৬ রানে গিল ফিরলেও, দ্বিতীয় উইকেটে ২৫ বলে অবিচ্ছিন্ন ৪৮ রান করে গুজরাটের জয় নিশ্চিত করেন ঋদ্ধিমান ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়া।
৩টি করে চার-ছক্কায় ১৫ বলে অপরাজিত ৩৯ রান করেন পান্ডিয়া। ৩৪ বলে ৫ চারে ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন ঋদ্ধিমান।
এই জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গুজরাট। আর ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রাজস্থান।