মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মৌসুম শেষ লরিসের

আপডেট : ০৬ মে ২০২৩, ১৭:৫৫

উরুর ইনজুরিতে মৌসুমের শেষ চার ম্যচে খেলতে পারবেন না ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক ও অধিনায়ক হুগো লরিস।

গত ২৩ এপ্রিল নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৬-১ গোলে হেরে যাওয়া ম্যাচের বিরতিতে মাঠ থেকে তুলে নেওয়া হয় ৩৬ বছর বয়সী ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লরিসকে। এরপর আর কোন ম্যাচে দেখা যায়নি টটেনহামের হয়ে ৪৪৭ ম্যাচ খেলা লরিসকে।

লরিসের ব্যাপারে টটেনহ্যামের অন্তবর্তীকালীন কোচ রায়ান ম্যাসন বলেন, ‘এ মৌসুমের জন্য ছিটকে গেছেন হুগো।’

ফরাসি ক্লাব লিঁও থেকে ২০১২ সালে টটেহামে যোগ দেন লরিস। আগামী বছর টটেনহামের সঙ্গে তার বর্তমান  চুক্তির মেয়াদ শেষ হবে । কিন্তু এ মৌসুমে লিগে বেশ কিছু ম্যাচে হারের কারণে সমালোচনার মুখেও পড়েন লরিস।

টটেনহ্যামের কোচ বলেন, ‘আমি পরের মৌসুম সর্ম্পকে কিছু বলতে পারবো না। কিন্তু মৌসুমের শেষ পর্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে লোরিস।’

আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ক্রিষ্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম। এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে টটেনহ্যাম।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন