এতদিন আইপিএলের ইতিহাসে সর্বাধিক ‘ডাক’ মারার লজ্জার রেকর্ডটি যৌথভাবে দখল করে রেখেছিল দিনেশ কার্তিক, মনদীপ সিং, সুনীল নারাইন ও ভারতের ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা। গতকালকের আগে তারা সবাই ১৫ বার করে ‘ডাক’ মেরে এ লজ্জার কীর্তি নিজেদের দখলে রেখেছিল। তবে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে সবাইকে ছাড়িয়ে লজ্জার এ রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রোহিত।
সম্প্রতি সময়ে ব্যাট হাতে খারাপ সময় কাটাচ্ছেন রোহিত শর্মা। তার ফর্ম এতটাই খারাপ যে, চলতি আইপিএলে সর্বাধিক ‘ডাক’ মারার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। নিজের বাজে সময় কাটিয়ে রানে ফিরতে গতকাল চেন্নাইয়ের বিপক্ষের ম্যাচে রোহিত শর্মা নিয়মিত ওপেনিংয়ে নামার পরিবর্তে নেমেছিলেন তিনে। তবে তাতেও কাজ হয়নি, ৩ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান। এতে করে আইপিএলে ১৬ বার শূন্য রানে আউট হয়ে সর্বাধিক ‘ডাক’ মারার রেকর্ড গড়েন।
এদিকে আইপিএলের শীর্ষ ৫ রান সংগ্রাহকদের মধ্যে একজনও এই রোহিত শর্মাই। ৬০৬৩ রান নিয়ে আইপিএলের চতুর্থ সর্বোচ্চ রান রোহিতের। আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেনও তিনি। তবে বেশ কয়েক দিন ধরে ব্যাট হাতে ছন্দে না থাকায় এ লজ্জার রেকর্ড নিজের করে নিতে হলো রোহিতকে। আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত তার খেলা ১০ ইনিংসে রান করেছেন ১৩৮। গড় ১৭.২।