বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চাটখিলে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২৩, ১২:৪৩

নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদেরকে রোববার (৭ মে) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভাটরা ইউনিয়নের মনিক হোসেন জুয়েল (২৪), একই জেলা ও উপজেলার জাফরনগর গ্রামের মোঃ ফজলে রাব্বি (১৮) এবং নোয়াখালী জেলার চাটখিল থানার বদলকোট ইউনিয়নের আল মামুন (১৮)। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। ২০ থেকে ২৫ জনের একটি সংঘবন্ধ ডাকাতদল দীর্ঘ দিন ধরে নোয়াখালী, লক্ষীপুর, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০-১২টি করে মামলা রয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা খিলপাড়া পুলিশ-ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে তাদের সহযোগীদের নাম-ঠিকানা ও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্ত স্বার্থে তা বলা যাচ্ছে না। 

চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আন্ত:জেলা ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। 

 

ইত্তেফাক/আর