শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৭ মে ২০২৩, ২০:৫৭

রাজধানী তুরাগ এলাকায় নকশা বহির্ভূতভাবে বাড়ি নির্মাণ করায় রাজউক উচ্ছেদ পরিচালনা করে। অভিযানের সময় একটি বাড়ি নকশা বহির্ভূত অংশ ভেঙ্গে ফেলা হয়।

তুরাগ এলাকায় রোববার (৭ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। 

অভিযান শেষে মো. কামরুজ্জামান বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৩/১ আওতাধীন তুরাগ এলাকায় রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। আমরা এসব ব্যত্যয়কৃত ইমারত নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড প্রদান করছি এবং একই সাথে তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ইমারত নির্মাণ না করে।

 

তিনি জানান, এই সময় তিন লক্ষ টাকা জরিমনা করি যেন বিষয়টি সচেতনতা সৃষ্টি হয়। 

তিনি বলেন, ভবনের মালিক অবশিষ্ট অংশ নিজ উদ্যোগে আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে অপসারণ করবেন মর্মে তিনশ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন। আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/১ এর অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। আরো উপস্থিত ছিলেন রাজউকের ৩/২ এর অথরাইজ অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, ইমারত পরিদর্শ মো. সেলিম বকাউল আরো রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেড