শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তেঁতুলিয়ায় মাইক্রোবাসচাপায় চা শ্রমিক নিহত

আপডেট : ০৮ মে ২০২৩, ০৯:০৭

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছোট দলুয়া গছ এলাকায় মাইক্রোবাসচাপায় এক চা শ্রমিক নিহত হয়েছেন। বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রোববার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুল ইসলাম (৪০) আজিজনগর গ্রামের দুল্লুর ছেলে, পেশায় চা শ্রমিক।

স্থানীয়রা জানায়,সফিকুল সাইকেল চালিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তাকে মাইক্রোবাসচাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। দলুয়া গছ এলাকার কাছে এক নারী সড়কে শব্দ শুনতে পেরে তার ভাই কামালকে ফোনে জানান। পরে কামাল  ৯৯৯-এ কল দিলে পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

হাইওয়ে পুলিশের এসআই রেজাউল জানান,  মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে