শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যুক্তরাজ্যে সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার

আপডেট : ০৮ মে ২০২৩, ১৮:২৯

যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য কুলাউড়া বাসী।

রোববার (৭ মে) সন্ধ্যায় যুক্তরাজ্যের একটি হোটেলে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সভা পরিচালনা করেন লিটন আহমেদ ও সৈয়দ এমদাদ রুহিন। 

মোহাম্মদ আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৪৫টি প্রাইমারি স্কুলে দেড় কোটি টাকার মেরামত বাবদ অনুদান, ১২ টি হাই স্কুল ও কলেজে বিল্ডিং বরাদ্দ, শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, কুলাউড়া শহরের রাস্তা চার লাইনে অনুমোদন, কুলাউড়া সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও ১০ তলা বিল্ডিং অনুমোদন প্রক্রিয়াধীন, কুলাউড়া জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুল আহাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, এম এ কাশেম, ইকবাল হোসেন কাউন্সিলার টাওয়ার হ্যামলেট কাউন্সিল, আবু হোসেন বিবিটিএ সভাপতি, মিছবাহ উদ্দিন কামাল সাবেক সভাপতি সভাপতি কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ও ট্রেজারার বিবিটিএ।

সভায় বক্তব্য রাখেন, শাহীন চৌধুরী, কামাল ইবনে শাহীন চৌধুরী, জুবায়ের সিদ্দিকী সেলফ, ফজল আহমদ ফজলু (সদস্য কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ), লুৎফুর রহমান বাবু, জাহাঙ্গীর কবির ডাবলু (ডিরেক্টর হ্যাল্পিং হ্যান্ডস),মোহাম্মদ আলতাফ হোসেন (সাধারণ সম্পাদক কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে) সিরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডার মেম্বার আব্দুল জব্বার সৃতি সংসদ, আতিকুল ইসলাম জুনেল সাবেক সভাপতি কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দ নাজনীন সুলতানা শিখা (নারী নেত্রী), কবি মেহের নিগার গোলাম কবির (বিশিষ্ট কলামিস্ট) প্রমুখ 

ইত্তেফাক/এমএএম