রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিচ্ছেদের পর আলোকচিত্রীর কাছে অর্থ ফেরত দাবি নারীর

আপডেট : ০৯ মে ২০২৩, ১৪:১৭

দক্ষিণ আফ্রিকায় এক নারী বিচ্ছেদের কারণ দেখিয়ে, বিয়ের সময়কার আলোকচিত্রীকে দেওয়া অর্থ ফেরত চেয়েছেন। ওই আলোকচিত্রীর নাম ল্যান্স রোমিও। জানা যায় চার বছর আগে বিয়ে হয়েছিল ওই নারীর। 

সম্প্রতি বিচ্ছেদ হয়ে যাওয়া ওই নারীর সঙ্গে রোমিওর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে। রোমিও নিজেই তা প্রকাশ করেছেন।

রোমিও বলছেন, চার বছর আগে ওই নারীর বিয়ের ছবি তুলেছিলেন তিনি। বিনিময়ে অর্থ নেন। এত দিন পর ওই নারী নিজে থেকেই তাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানান, তার বিচ্ছেদ হয়ে গেছে। তাই বিয়ের সময় তোলা ছবিগুলোর আর প্রয়োজন নেই। এ কারণে ওই সময় রোমিওকে দেওয়া টাকা ফেরত চান তিনি।

রোমিও আরও বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন ওই নারী তার সঙ্গে মজা করছেন। কিন্তু এরপর তিনি বুঝতে পারেন, এটা মজা নয়। আসলেই ওই নারী তার কাছে টাকা ফেরত চাইছেন।

পরে রোমিও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পুরো কথোপকথনের স্ক্রিনশট তিনি টুইটারে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনটা যেন একটা চলচ্চিত্র। এমন ঘটনা আপনি আর কোথাও দেখতে পাবেন না।’

তবে রোমিও যখন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান, তখন ওই নারী আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। রোমিওকে দেওয়া টাকার অন্তত ৭০ শতাংশ ফেরত পাওয়ার আশায় তিনি আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। এমনকি এ বিষয়ে কথা বলতে রোমিওর সঙ্গে দেখা করতে চান তিনি।

এতকিছুর পরও তিনি রোমিওর কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। রোমিও ওই নারীর সঙ্গে দেখা করেননি। টাকাও ফেরত দেননি।

এই ঘটনায় রোমিওর করা টুইট দ্রুত ভাইরাল হয়। পরে ওই নারীর সাবেক স্বামী রোমিওর সঙ্গে যোগাযোগ করেন। সাবেক স্ত্রীর এমন আচরণের জন্য রোমিওর কাছে ক্ষমা চান তিনি।

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন