শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আদরের নামে পায়ুপথে যন্ত্রণা দিতো মাদ্রাসা হুজুর’ অতঃপর গণধোলাই

আপডেট : ০৯ মে ২০২৩, ১৯:৪৬

চট্টগ্রামের পটিয়ায় ছেলে শিশুদের বলাৎকারের অভিযোগে মাঈনুদ্দিন (২৪) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (৮ মে) উপজেলার আনোয়ারুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাঈনুদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ইছার বাপের বাড়ির মৃত নুর আহমদের ছেলে।

জানা যায়, মাঈনুদ্দিন ২০১৯ সালে পটিয়া পৌর এলাকায় এক প্রবাসীর বাড়ি ভাড়া নিয়ে আনোয়ারুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেন। সেখানে ৩০-৪০ জন ছাত্রও ভর্তি হয়। কিছুদিন থাকার পর তারা আর মাদ্রাসায় যেতে না চাইতো না। অভিভাবকরা এর কারণ খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে ঈদের পর শিশুরা বাড়ি গিয়ে একে একে বলাৎকারের ঘটনা খুলে বলে। 

নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্র জানায়, মাদ্রাসার হুজুর তাদেরকে রুমে নিয়ে গিয়ে আদরের নামে তাদের পায়ুপথে যন্ত্রণা দিতো। তারা যেন তাদের বাবা-মায়ের নিকট এসব না বলে। যদি বলে তাহলে পড়ালেখায় অনীহা বলে বাবা-মার কাছ থেকেও মার খাওয়ানোর হুমকি দিত।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাঈনুদ্দিনকে আটক করা হয়। আবু তৈয়ব নামে এক অভিভাবক মঙ্গলবার দুপুরে বলাৎকারের অভিযোগে মামলা করেছেন। ক্ষুব্ধ অভিভাবকদের সান্ত্বনা দেওয়া হয়েছে। শিশুদের সঙ্গে কথা বলে তাদের মানসিকভাবে উৎফুল্ল থাকার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছি। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও