শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইমরানের উপস্থিতিতে শত্রুর প্রয়োজন নেই: শেহবাজ

আপডেট : ১০ মে ২০২৩, ১৩:৪৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এরপর ইমরানকে নিয়ে টুইটারে দীর্ঘ পোস্ট দেন শাহবাজ। সেখানে তিনি উল্লেখ করেন, ইমরান খান যেখানে আছেন সেখানে শত্রুর প্রয়োজন নেই। খবর নিউজ ইন্টারন্যাশনালের।

মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স।

শাহবাজ শরিফ আরও অভিযোগ করেন, ইমরান সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য ধর্মকে ব্যবহার করেছেন এবং বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এদিকে গতকাল ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে রেঞ্জার্স সদস্যরা।
 
একটি পুরনো মামলায় হাজিরা দিতে আজ ইসলামাবাদের আদালতে গিয়েছিলেন ইমরান। আদালত প্রাঙ্গণে তিনি যখন বায়োমেট্রিক পরীক্ষা দিচ্ছিলেন, তখন রেঞ্জার্সের সদস্যরা দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সাবেক প্রধানমন্ত্রীকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ হেডকোয়ার্টার্সে রাখা হয়েছে।

পরে জানা যায়, ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ হেডকোয়ার্টার্সে রাখা হয়েছে। বুধবার (১০ মে) তাকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে শোনা গেলেও পরে জানানো হয় ইমরানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরেই জিজ্ঞাসাবাদ করা হবে।

ইত্তেফাক/ডিএস