মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পোল্যান্ডে এতিমখানায় ছুরি হামলায় কিশোরী নিহত

আপডেট : ১০ মে ২০২৩, ১৮:০০

পোল্যান্ডের এক এতিমখানায় ছুরি হামলায় এক কিশোরী নিহত হয়েছে। এতে আরও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। মঙ্গলবার রাতে এই ছুরি হামলা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের মুখপাত্র আনিতা সোবিরাজ জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে উচের কাছে টোমিস্লাভিচ গ্রামের ওই এতিমখানায় ১৯ বছর বয়সী এক ব্যক্তি ঢুকে ধারাল এক বস্তু দিয়ে সেখানকার বাসিন্দাদের ওপর আক্রমণ চালিয়েছে।

তিনি বলেন, ‘১৬ বছর বয়সী এক কিশোরী সবচেয়ে গুরুতর আহত হয়েছে বলে জানতে পারি আমরা। ওই কিশোরী ঘটনাস্থলেই মারা যায়।’ 

তিসন আরও বলেন, হামলায় আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা আশঙ্কামুক্ত; আহত ৪ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঘণ্টাখানেক পর হামলাকারী যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়; গ্রেপ্তার করার সময় ওই যুবক কোনো ধরনের বাধা দেননি বলে জানিয়েছেন পুলিশের এই মুখপাত্র।
গ্রেপ্তারের সময় সন্দেহভাজন হামলাকারী ভদ্র আচরণ করেছে, তবে তিনি মাদক নিয়েছিলেন কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে, বলেছেন সোবিরাজ।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে পোল্যান্ডের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা পিএপি জানিয়েছে, হামলাকারী যুবক নিহত কিশোরীর ‘সাবেক প্রেমিক’; তিনি জানালা দিয়ে ওই কিশোরীর কক্ষে ঢুকেছিলেন।

ইত্তেফাক/এফএস