বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুদকের অভিযোগ থেকে হুইপ সামশুল হককে অব্যাহতি

আপডেট : ১০ মে ২০২৩, ১৯:০৬

দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে। সোমবার (৮ মে) দুদক সচিব মাহবুব হোসেনের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় হুইপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি পরিসমাপ্তি ঘোষণা করা হলো।

দুদকের তথ্যমতে, ২০১৯ সালে সংসদ সদস্য সামশুলের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, দুর্নীতিসহ ১৫টি অভিযোগ জমা হয়। দীর্ঘ প্রায় ৩ বছর অনুসন্ধান করে কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গত এপ্রিলে হুইপের বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগ তোলা পুলিশ পরিদর্শক সাইফ আমিনকে আদালত সাজা প্রদান করে। তার বিরুদ্ধে হুইপ আদালতে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা করেন। 

এই ব্যাপারে হুইপ সামশুলকে জানতে চাইলে তিনি বলেন “আমি দেশের আদালত , সাংবিধানিক প্রতিষ্ঠান ও গনমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যে কোন ব্যাক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে তবে সত্যতা নিশ্চিত হওয়া ছাড়া অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় প্রকাশ করলে সমাজে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানী হয়। তার পরেও আমি দুদককে সুষ্ঠ অনুসন্ধানের জন্য সাধুবাদ জানাই। যারা এইসব মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করেছে তাদেরকে মহান আল্লাহ হেদায়েত দান করুন। সত্যোর জয় সমসময় হয়।”

ইত্তেফাক/এমএএম