ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় জামিন পেলেন না ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। তার জামিন আবেদন নামঞ্জুর করেছে স্পেনের একটি আদালত। গত বছরের শেষ দিকে বার্সেলোনার একটি নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত জানুয়ারিতে কারাগারে পাঠানো হয়েছে ৪০ বছর বয়সি আলভেজকে।
আদালত ধর্ষণের ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বার্সেলোনার সাবেক এই ফুটবল তারকাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, ছাড়া পেলে তার পালিয়ে যাওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে।
গতকাল কাতালানিয়ার হাইকোর্টের এক বিচারক একই কারণে তার দ্বিতীয় দফার জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন। তার সম্পদের কথা উল্লেখ করে এতে বলা হয়, ‘এ কারণে যে কোন সময় তিনি স্পেন থেকে পালিয়ে যেতে পারেন।’
এর আগে গত ফেব্রুয়ারিতে আলভেজের জামিনের জন্য আবেদন করেছিল তার আইনজীবীরা। সেটি নামঞ্জুর হওয়ার পর দ্বিতীয়বারের মতো আবেদন করে আইনজীবিরা। তাদের দাবী, তাদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। তবে সেটি পারস্পরিক সম্মতিতে।
আলভেজের আইনজীবী দল জামিনে বিচারককে আশ্বস্ত করার জন্য তার দুটি পাসপোর্ট (ব্রাজিল ও স্পেন) জমা নেওয়ার প্রস্তাব করেছিল। তবে তাদের ওই অনুরোধ প্রত্যাখ্যান করেন বিচারক।
সূত্র: বাসস