বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজবাড়ীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১ 

আপডেট : ১০ মে ২০২৩, ২০:৫১

রাজবাড়ী জেলার নবাবপুর ও মদাপুর ইউনিয়নের পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকালে বৈরী আবহাওয়া কারণে সৃষ্ট ঝড় বৃষ্টির সময় এ ঘটনা ঘটেছে। এ ঝড় বৃষ্টিতে সৃষ্ট বজ্রপাতে এক নারী আহত হয়েছেন।

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে মো. সামাদ জোয়াদ্দারের ছেলে এমদাদুল জোয়াদ্দার (২৮)। অপর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে বাসুদেব সিংয়ের ছেলে কুমোদ সিং (৪৫)। তারা দুইজনই কৃষক ছিলেন বলে জানা গেছে।

আহত নারী মোছা. রুপালি বেগম বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খালখুলা গ্রামের মো. আকমলের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৪টার দিকে মো. এমদাদুল জোয়াদ্দার তার লিচু বাগান দেখা শেষ করে বাড়ি ফেরার সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। সে সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে কৃষক কুমোদ সিং বেলা সাড়ে ৩টার দিকে বাজারে ছিল। হঠাৎ মেঘ-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই বজ্রপাতে তিনি মারা যান।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই এমদাদুলের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/পিও