বরগুনার পাথরঘাটা পর্যটন কেন্দ্র হরিণঘাটা ইকোপার্কের ভেতর থেকে বৃহস্পতিবার (১১ মে) সকালে এক বস্তা হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয় । এসময় এক যবুককে আটক করেছে বন বিভাগ।
আটক মনির হোসেন (৩৩) উপজেলার চরলাঠিমারা গ্রামে বাসিন্দা।
হরিণঘাটা বিটের বিট কর্মকর্তা আল আমিন জানান, হরিণঘাটা বনে হরিণ ধরার জন্য ফাঁদ পেতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হরিনঘাটা বনে গিয়ে এক বস্তা ফাঁদসহ ওই যুবককে আটক করা হয়।
আটক মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিট কর্মকর্তা আল আমিন।