মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে মাহমুদুল হাসান নামের দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) পরীক্ষা শুরুর আগমুহূর্তে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পরে সে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জরুল আলম বলছেন, মাহমুদুল হাসানের জন্মগতভাবে হার্টের সমস্যা ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কেন্দ্র প্রতিষ্ঠানটির সহকারী অধ্যক্ষ মো. আবুল বাশার বলেছেন, হাদিস শরীফ পরীক্ষায় অংশ নিতে মাহমুদুল হাসান কেন্দ্রে প্রবেশ করে সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক কথা-বার্তাও বলে। পরীক্ষা শুরুর আগমুহূর্তে হঠাৎ ঢলে পড়ে যায়। তাৎক্ষণিক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এমন মৃত্যুর ঘটনায় পরীক্ষা কেন্দ্র থেকে এলাকাজুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে স্বজনদের বুকফাটা আর্তনাদে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।