শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইতালির মিলানের কেন্দ্রস্থলে ব্যাপক বিস্ফোরণ, আহত ১

আপডেট : ১১ মে ২০২৩, ১৭:৩০

উত্তর ইতালির মিলানের কেন্দ্রস্থলে অক্সিজেন ট্যাঙ্ক বহনকারী একটি ভ্যানের বিস্ফোরণ ঘটে। আজ বৃহস্পতিবার ঘটা এই বিস্ফোরণে ১ জন আহত হয় বলে জানা গেছে। দেশটির মিডিয়া এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, যেই জায়াগায় বিস্ফোরণ হয় তার পাশের একটি স্কুল ও একটি অ্যাপার্টমেন্ট থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। 

এ ঘটনায় কয়েকটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে। গ্যাস সিলিন্ডার বহনকারী ভ্যানটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। আশপাশের কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।

১৩ লাখ মানুষের বাসস্থান মিলানে বিস্ফোরণের কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

উল্লেখ্য, ক্লাব ফুটবলের দুই প্রতিদ্বন্ধী ইন্টার মিলান ও এসি মিলানের কার্যালয় অবস্থিত মিলান শহরে। বৃহস্পতিবার স্থানীয় সময় ক্লাব দুটি একে অপরের মুখোমুখি হয়। খেলা শেষ হওয়ার পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ইত্তেফাক/এফএস