বাতাসে জোর গুঞ্জন- প্যারিস সেন্ত জার্মেই ছাড়ছেন লিওনেল মেসি। সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরব। নতুন ঠিকানা যেখানেই হোক, সেটা জাতীয় দল আর্জেন্টিনায় কতটা প্রভাব ফেলবে? উত্তর দিয়েছেন তিনবারের বিশ্বকাপ জয়ী দলটির কোচ লিওনেল স্কালোনি।
ধরা দিয়েছে বিশ্বকাপ। পূর্ণতা পেয়েছেন মেসি। কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় পার করছেন তিনি। সত্যি কি তাই? ক্লাব নিয়ে মোটেও সন্তুষ্ট নন আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি।
তাহলে কোথায় যাচ্ছেন মেসি? সেই ‘উত্তর’ দিয়ে দিয়েছে এএফপি। ফরাসি বার্তা সংস্থাটির দাবি, সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে চুক্তি হয়ে গেছে মেসির। আগামী মৌসুমে নতুন ক্লাবের জার্সিতে খেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। অনেকদিন ধরেই আলোচনায় আছে আল হিলাল। সৌদি ক্লাবটি বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে মেসিকে।
ওদিকে আবার বার্সেলোনায় ফেরার গুঞ্জনও আছে। কাতালান ক্লাবে ফিরলে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপেই থাকবেন মেসি। কিন্তু সৌদি গেলে তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলবেন। তাতে জাতীয় দলের পারফরম্যান্সে কি কিছুটা হলেও প্রভাব পড়বে না?
আর্জেন্টিনার কোচ স্কালোনি আসলে কোনও কিছু নিয়েই ভাবছেন না। তার ভাবনায় শুধু একটি বিষয়- মেসির ভালো থাকা। যে ক্লাবে বা যে পরিবেশে গেলে দলের সেরা খেলোয়াড় ভালো থাকবেন, সেখানেই মেসিকে দেখতে চান স্কালোনি।
কাতারের এক টিভি চ্যানেলকে স্কালোনি বলেছেন, ‘যে ক্লাবের সতীর্থ ও দর্শকদের সঙ্গে ভালো থাকবে, সেখানেই তো সে (মেসি) থাকবে। বিষয়টি আসলে মেসির ওপরই ছেড়ে দিতে হবে। এই বিষয়টা আসলে আমাদের, মানে জাতীয় দলের ওপর কোনও প্রভাব ফেলবে না।’
কেন প্রভাব ফেললে না, সেই ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ, ‘দেখুন কোনও কিছুই প্রভাব ফেলবে না যদি সে ভালো থাকে। যতদিন সে ভালো থাকবে, আমাদের ওপর প্রভাব ফেলবে না। ওর ভালো থাকাটা আমাদের সবচেয়ে জরুরি।’
ক্লাব ফুটবল নিয়ে অবস্থা যাই হোক, জাতীয় দলে মেসি ভালো আছেন। আর্জেন্টিনার জার্সিতে সাফল্যের বৃষ্টির সেটিরই প্রমাণ। কোপা আমেরিকা ও ফিনালিসিমার পর বিশ্বকাপ- মেসির খুশির বৃষ্টিতে আর্জেন্টিনার অর্জনের ডালি।