শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নবাবগঞ্জে ইউএনওর বিরুদ্ধে পালটা পালটি অভিযোগ

আপডেট : ১২ মে ২০২৩, ০৩:০০

ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন তন্ময় ও তার মামা যুবদল নেতা মিঠু মোল্লার বিরুদ্ধে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান তাকে জড়িয়ে অপপ্রচার ও নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। প্রতিকার চেয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

বৃহস্পতিবার নবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় মতিউর রহমান সামাজিক মাধ্যম ফেসবুক ও কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে আনা নানা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। ইউএনও বলেন, উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে ঐ গ্রামের সম্রাট হোসেন তন্ময় এবং তার মামা মিঠু মোল্লা তার দপ্তরে লিখিত অভিযোগ দিলে তিনি সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাননি। পরে আবারও তার হোয়াটস অ্যাপে এই অভিযোগ করেন সম্রাট। পরবর্তী সময়ে তার প্রমাণ মেলেনি।

মতিউর রহমান বলেন, গত ১৮ এপ্রিল সম্রাট ও তার মামা উপজেলায় এলে তাদের বক্তব্য শোনেন এবং এলাকায় তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মাদক ব্যবসার বিষয়ে জানতে চাইলে তারা ইউএনওর ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা তাকে বদলির হুমকি দেয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা সম্রাটকে আটকাতে গেলে তিনি ও তার মামার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ঐ দুই জনকে থানায় পাঠাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদের জিম্মায় তাদের দুই জনকে নিয়ে যায়। পরবর্তী সময়ে সম্রাট ও তার মামা সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ইউএনও কর্তৃক মারপিট করা হয়েছে বলে অপপ্রচার চালায়। সম্রাটের সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ইউএনওর দাবি ইতিমধ্যে তিনি সম্রাটের পরিবার ছাড়াও অন্যান্য প্রভাবশালীদের দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করার পর তাদের যোগসাজশে সম্রাট অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে  নিজেকে শেরেবাংলা নগর থানা ছাত্রলীগের সহসভাপতি দাবি করে সম্রাট হোসেন তন্ময় বলেন, তার ওপর ইউএনও মো. মতিউর রহমান পৈশাচিক নির্যাতন চালিয়েছেন। এর সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি।

ইত্তেফাক/এমএএম