শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জার্মান আওয়ামী লীগ বার্লিন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১২ মে ২০২৩, ১১:৫৭

জার্মান আওয়ামী লীগ বার্লিন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জার্মানির বার্লিনে বুধবার (১০ মে) একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি। সম্মেলনের সঞ্চালনা করেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল।

সম্মেলন প্রধান অতিথি বক্তব্যে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান বলেন, এ সম্মলনের মাধ্যমে সংগঠনের সৎ, আদর্শিক, ত্যাগী ও নিবেদিতপ্রান কর্মীরা দলীয় পদে আসীন হবে। বিএনপি ও জামাত চক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা চালাচ্ছে বার্লিন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি তা প্রতিহত করবে।

সম্মেলনের আরও বক্তব্য দেন খলিলুর রহমান, রানা ভূঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, কাজী আকরাম, ওয়াদুত মিয়া, বেলাল হোসেন, শেখ রেদোয়ান, লিখন খান, নুরুল হক, শেখ শাহআলম, প্লাবন ভুইয়া, মোহাম্মদ বেলাল জার্মান সেচ্ছাসেবক লীগের সাধারর সম্পাদক আউয়াল খানসহ অনেকেই।

সম্মলনে বক্তারা বঙ্গবন্ধুর মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এছাড়া সম্মলনে সর্বসম্মতিক্রমে বার্লিন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক সূর্য কান্ত ঘোষের নাম ঘোষণা করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান।

ইত্তেফাক/আরএজে