বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুটবল খেলতে গিয়ে লাথিতে আহত দাখিল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৩, ১৪:৩০

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অপর খেলোয়ারের লাথিতে আহত দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ মে) সকাল ৮টার দিকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে সোমবার (৮ মে) বিকেলে স্থানীয় একটি মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে শাহাদাত আহত হয়।

বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাদাত হাওলাদারের চাচা মো. আবু তাহের তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শাহাদাত হাওলাদার (১৬) উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছিল।

মৃত শিক্ষার্থীর চাচা আবু তাহের জানান, ৮ মে আকাইদ ও ফিকহ পরীক্ষা দিয়ে বিকেলে স্থানীয় একটি মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে যায় শাহাদাত। খেলার একপর্যায়ে অন্য এক খেলোয়াড়ের লাথি লাগে তার গোপনাঙ্গে। এসময় জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন শাহাদাত৷ পরে স্বজনরা তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে(শেবাচিম) নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে তার গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হলে শুক্রবার সকালেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/আরএজে