বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিল্পী মাহমুদ জোয়ারদারে মৃত্যুবা‌র্ষিকীর স্মরণ সভা অনু‌ষ্ঠিত

আপডেট : ১২ মে ২০২৩, ২২:১৭

প্রয়াত শিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর প্রথম মৃত্যুবা‌র্ষিকীর স্মরণ সভা অনু‌ষ্ঠিত হয়। শুক্রবার (১২ মে) রাজধানীর শাহবাগের ছবির হাটে বি‌কাল ৫টায় অনুষ্ঠিত হয় স্মরণ সভা, যার শিরোনাম ছিল "তুমি আমার পাশে বন্ধু হে একটৃ বসিয়া থাকো।"

স্মরণ সভায় শিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর জীবন ও কর্ম নিয়ে চারুকলার শিল্পীসহ বি‌ভিন্ন পেশার বন্ধুজন এবং পরিবারের সদস্যরা তা‌দের স্মৃ‌তিকথা শোনান। কেউ গান গেয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদর্শিত হয় পল্টুর বর্ণিল কর্মময় জীবনের ওপর একটি স্লাইট শো।

মাহমদু জোয়ারদার পল্টু ঢাকা চারুকলা থেকে পাশ করা শিল্পী ছিলেন। ছিলেন সংস্কৃতি আন্দোলনে সক্রিয় ও অপসংস্কৃতির বিরুদ্ধে সব সব সময়ই সোচ্চার। অমর একুশেতে কেন্দ্রীয় শহীদ মিনারে আল্পনা আঁকায়, বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মোটিভ তৈরিতে তিনি ছিলেন সবার আগে।

২০২২ সালের ১০ মে, ৫৪ বছর বছর বয়সে মৃত্যুবরণ করেন মাহমুদ জোয়ারদার পল্টু। গ্রামের বাড়ি ঝিনাইদহে। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

ইত্তেফাক/এএএম