বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুয়াডাঙ্গায় ২ কেজি সোনার বার উদ্ধার, আটক ৩

আপডেট : ১৩ মে ২০২৩, ০৯:৩৮

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিযে প্রায় দুই কেজি ওজনের চারটি সোনা বার জব্দ করা হয়েছে। এ সময় তিন জনকে আটক করা হয়।

শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার শাহাপুর ও রায়পুর সড়কের শাহাপুর এলাকা থেকে সোনাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে অভিযান চলাকালে অভিযুক্তকারীরা হামলায় চালালে আইন-শৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় গ্রেপ্তার দুজন আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো উপজেলার ঘুগরাগাছি গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে আনসার বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), বাড়ান্দী গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩৬) ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ঘুগরাগাছি গ্রামের হাশেম খানের ছেলে আছির উদ্দিন (৪২)।

রাতেই হাসপাতালের লবিতে এক প্রেস ব্রিফিংয়ে সার্কেল এএসপি জাকিয়া সুলতানা জানান, উপজেলার রায়পুর ও শাহাপুর সড়ক দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে এমন সংবাদের রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ওসি আব্দুল আলিমের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুজনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের হাতে থাকা হাসুয়া নিয়ে ডিবির দুই সদস্যকে হামলা করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিকালে আটক দুজন আহত হন। এসময় ডিবি পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদেরকে চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়।

রাতেই হাসপাতালের লবিতে উদ্ধারকৃত প্যাকেটটি খোলা হয়। উক্ত প্যাকেট থেকে চারটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১৫৯ ভরি বা এক কেজি ৮০০ গ্রাম। বর্তমান যার বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।

প্রেস ব্রিফিংয়ে জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধাসহ পুলিশ ও ডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/আরএজে