রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভিউ বাড়াতে উড়োজাহাজ বিধ্বস্ত করলেন ইউটিউবার

আপডেট : ১৩ মে ২০২৩, ০৯:৫২

যুক্তরাষ্ট্রের ইউটিউবার ট্রেভর জ্যাকব(২৯) । ভিউ বাড়াতে তিনি করেছিলেন বিশাল এক কাণ্ড। ব্যক্তিগত উড়োজাহাজ নিয়ে মাঝ আকাশে ওঠার পর তা চালু রেখে নেমে পড়েন। পরে সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজ বিধ্বস্ত ও নাটকীয়ভাবে প্রাণ বাঁচানোর পুরো ভিডিওটিই ইউটিউবে নিজের চ্যানেলে আপলোড করেছিলেন ট্রেভর। খবর এনডিটিভি।

মজার বিষয় হলো, এই পুরো ঘটনাটিকে সত্য বলে দাবি করে মানুষকে ধোঁকা দিয়েছিলেন তিনি। অথচ এর পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। কখন কী করবেন, কীভাবে প্রাণ বাঁচাবেন, সবই ছিলো তার পরিকল্পনার অংশ।

এমন কর্মকাণ্ডের পর জামিনে মুক্ত অবস্থায় আছেন ট্রেভর। তবে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস পাড্রেস বনে বিমানটি বিধ্বস্ত করেছিলেন তিনি। ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন এই ইউটিউবার।

তদন্ত করে এ সত্য উদ্ঘাটন করে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ ঘটনার নিন্দা জানিয়ে তার বিমান চালনার সার্টিফিকেট বাতিল করে এফএএ কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন