শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘কবরের জায়গা দখল’কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৩ মে ২০২৩, ২১:১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবরের আশপাশের জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১৩ মে) বিকাল ৫টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। 

জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে বিশনন্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জমির আলী গাজীপুরা এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আলাউদ্দিনের কবরসংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা বাঁশ দিয়ে চারিদিকে বেড়া দেয়। এ নিয়ে গাজী পরিবার ও জমির আলী পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে গাজী রনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ জমির আলীকে আটক করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার শর্তে জমির আলীকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার বিকালে উভয় পক্ষের লোকজন জমির কাগজপত্র নিয়ে সালিশ বসে। মীমাংসা না হওয়ায় সালিশ থেকে বের হয়ে জমির আলী ও তার সহযোগীরা ফের মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন কবরের জায়গা দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ ২০ জন আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

 

ইত্তেফাক/এবি