বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুর্বল হয়ে সরে যাচ্ছে ‘মোখা’

আপডেট : ১৪ মে ২০২৩, ১৫:১২

স্থলভাগের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে খানিকটা দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় মোখা। শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি গতকাল শনিবার (১৩ মে) রাতে সুপার সাইক্লোনের শক্তি অর্জন করেছিল। সেসময় এর সম্ভাব্য গতিপথের রেখা কক্সবাজারের সব উপকূলীয় এলাকা স্পর্শ করে যাচ্ছিল। এ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন দেশের মানুষ। সেন্ট মার্টিনেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে সময়ের সাথে সাথে শঙ্কা কিছুটা কেটেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা এখন কক্সবাজার ও মিয়ানমারের উপকূল পার হচ্ছে। এর প্রভাবে বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে।

ছবি: ইত্তেফাক

মোখা আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আজ বিকেলের মধ্যেই এটি কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল পার হতে পারে। সকাল ১০টায় দেওয়া ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইত্তেফাক অনলাইনকে বলেন, ঘূর্ণিঝড়টি সৃষ্টির পর এক পর্যায়ে সুপার সাইক্লোনেও রূপ নিয়েছিল। পরে আবার গতি কমে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আমরা আবহাওয়াবিদরা পূর্বাভাস দেওয়ার সময় সর্বোচ্চ শক্তি ধরেই আশঙ্কা প্রকাশ করি, যেন সতর্কতা অবলম্বনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো যায়। মোখার ক্ষেত্রেও সে ব্যাপারে গুরুত্ব দিয়েছি। কিন্তু আমরা সবসময় মনেপ্রাণে চাই যে আমাদের আশঙ্কাগুলো সত্যি না হোক। সেটিই ঘটেছে বলা চলে। সাধারণত বঙ্গোপসাগরে প্রতি ৫ থেকে ১০ বছরে একটা সুপার-সাইক্লোন সৃষ্টি হয়। যদিও এবার ঘূর্ণিঝড় আম্ফান হওয়ার ৩ বছরের মধ্যেই সুপার-সাইক্লোন মোখা সৃষ্টি হলো। ফলে এ নিয়ে দুশ্চিন্তা ছিল।

বাংলাদেশ ও মায়নমারের মানুষের জন্য সুসংবাদ আছে জানিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র যখন সেন্টমার্টিন দ্বীপ ও মায়ানমারের মংডু জেলার মধ্যবর্তী স্থানের ওপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে, সৌভাগ্যক্রমে একই সময়ে সমুদ্রে ভাটা শুরু হয়েছে। ফলে ঘূর্ণিঝড়টি সমুদ্রেই খানিকটা দুর্বল হয়ে পড়ছে।

ছবি: ইত্তেফাক

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান দুপুর ১টায় এক ব্রিফিংয়ে বলেছেন, টেকনাফ থেকে প্রায় ৫০-৬০ কিলোমিটার দক্ষিণে, মায়ানমারের সিটুয়ির ওপর দিয়ে মোখা অতিক্রম করছে। ফলে আমাদের ঝুঁকি কমে এসেছে। আমাদের কক্সবাজার, টেকনাফ বা উপকূলীয় এলাকায় বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে মায়ানমার উপকূলে কিছু অঞ্চলের জন্য ঝুঁকি থাকতে পারে।

তিনি বলেন, আমরা বিভিন্ন মডেল অনুসরণ ও পর্যালোচনা করে পূর্বাভাস প্রস্তুত করি। মডেলে এক সুতো পরিমাণ তফাৎ হলে সেটা হয়তো বাস্তবে দশ কিলোমিটার এদিক-সেদিক হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের শতভাগ সঠিক অবস্থান নির্ণয় করা কঠিন। এ ক্ষেত্রে তারতম্য হতেই পারে।

সেন্ট মার্টিনের অবস্থা সম্পর্কে তিনি জানান, গতিপথ অনুযায়ী ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এলাকার মধ্যে সেন্ট মার্টিনও পড়বে। কারণ সেন্ট মার্টিন থেকে সিটুয়ির দূরত্ব ৫০ কিলোমিটার। মোখার প্রভাবে সেখানে বাতাসের গতিবেগ বেড়েছে। প্রবল বাতাসের কারণে ওই এলাকার বহুতল ভবনগুলো কাঁপছে। সেন্ট মার্টিন আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল ইসলামের বরাত দিয়ে আজিজুর রহমান বলেন, বর্তমানে দ্বীপে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের মতো, যা বেলা সাড়ে ১১টার দিকেও ছিল ৮০ কিলোমিটারের মতো। সাগর খুবই বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে, তাই আগে জারি করা সব বিপদ সংকেত বলবৎ থাকবে।

তবে সেন্ট মার্টিনে বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন আবহাওয়া অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা।

ইত্তেফাক/এসটিএম/এসকে