শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘূর্ণিঝড় মোখাতে দেশজুড়ে বৃষ্টি কম কেন

আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:০৩

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে কক্সবাজারের দ্বীপাঞ্চলে বৃষ্টি হলেও দেশজুড়ে বৃষ্টিপাত কম হওয়ার কারণ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অধিদপ্তরের পরিচালক আবহাওয়াবিদ আজিজুর রহমান।

মোখার অগ্রভাগের প্রভাবে সেন্ট মার্টিনে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। ঝড়টি বিকেল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের উদ্দেশে বলেন, অন্যান্য সময় ঘূর্ণিঝড়ের তিন দিন আগে বৃষ্টিপাত হয়। এবার আসলে তেমনটা হচ্ছে না কেন? এটার কোনো স্পেসিফিক কারণ আছে কি না?

জবাবে আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, এবার বৃষ্টিটা অ্যাকচুয়ালি সাইক্লোনের যে বডিটা, এটা আমাদের কোষ থেকে বেশ দূরে এবং এটা যেহেতু মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, সেই কারণে সমস্ত এনার্জি ওই সাইক্লোন সেন্টারের দিকে পুঞ্জীভূত হচ্ছে। সেই কারণে আমাদের দেশে বৃষ্টিপাত কমে গেছে এবং সেন্টারটা যখন, সাইক্লোনের ফুল বডিটা যখন উঠে যাবে ল্যান্ডে, তারপরে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশে বেড়ে যাবে এবং বিশেষ করে সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম—এই তিনটি বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

ইত্তেফাক/এনএ/এমএএম