থাইল্যান্ডের ভোটকেন্দ্রে হুইলচেয়ারে করে অক্সিজেন সিলিন্ডারসহ উপস্থিত হয়েছেন একজন আইসিইউর রোগী। রোববার হুইলচেয়ারে করে একটি কেন্দ্রে সাধারণ নির্বাচনের ভোট দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ৭২ বছর বয়সী বৃদ্ধ কিত্তি কোচানান ব্যাংককের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। তবে শারীরিক অসুস্থতাও তাকে দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেওয়া থেকে থামিয়ে রাখতে পারেনি।
টুইটারে নির্বাচনের একটি ভিডিও পোস্ট করে থাইল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম থাই পিবিএস। সেখানে দেখা যায়, হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে আসা ওই বৃদ্ধ ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে ব্যালট পেপার ঢোকাচ্ছেন। হুইলচেয়ারের সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা।
กิตติ คชนันทน์ 72 ปี ผู้ป่วยไอซียู จาก รพ.วิชัยยุทธ พกถังออก ซิเจน มาใช้สิทธิเลือกตั้ง มีทีมแพทย์ดูแลใกล้ชิด การเข้าคูหามีเจ้าหน้าที่ประจำหน่วยไปส่ง ก่อนจะให้เจ้าตัวกาบัตรเลือกตั้งและหย่อนบัตรด้วยตนเอง #เลือกตั้ง66 #เลือกตั้ง14พค #ข่าวไทยพีบีเอส #ข่าวที่คุณวางใจ #ThaiPBSnews pic.twitter.com/N97Jt1qGKX
— Thai PBS News (@ThaiPBSNews) May 14, 2023
ভোট দেওয়ার পর কিত্তি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ হতে পারি, কিন্তু আমার ভোটাধিকার হারাতে চাই না। সব থাই নাগরিককে আমি ভোটদানে উদ্বুদ্ধ করতে চাই।’
রোববার স্থানীয় সময় সকাল ৮টায় দেশের ৯৫ হাজার ভোটকেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রার (৩৬) ফেউ থাই পার্টি, সাবেক প্রযুক্তি ব্যবসায়ী পিটা লিমজারোয়েনরাতের (৪২) মুভ ফরোয়ার্ড এবং বর্তমান প্রধানমন্ত্রী সেনাপ্রধান প্রাউথ চান-ওচা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রায় পাঁচ কোটি ভোটার ভোট দিয়ে দেশটির সংসদের নিম্ন কক্ষের ৫০০ সদস্য নির্বাচিত করবেন। এ ছাড়া ২০ লাখ ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন।