শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

আপডেট : ১৪ মে ২০২৩, ২০:৪০

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে রুপান্ত চাকমা (৪৭) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সাপছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুপান্ত চাকমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের শিমুলতলী গ্রামে। তার বাবার নাম লক্ষ্মী চন্দ্র চাকমা।

জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ইউপিডিএফ কর্মী রুপান্ত চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই রুপান্ত চাকমা মারা যায়। ঘটনার পর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়।

এদিকে এই ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। তবে এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালী থানার ওসি মো. রফিকুল আমিন বলেন, মানিকছড়ির সাপছড়িতে গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ইত্তেফাক/এবি/পিও