বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ রহমান।
২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজ রহমান। দলীয় ১৭ রানে স্টিফেন ডোহেনিকে আউট করেন তিনি। ১৬ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান ডোহানি।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। বালবির্নিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন পল স্টার্লিং। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।