শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান নাগরিকের মৃত্যু 

আপডেট : ১৫ মে ২০২৩, ১০:৫১

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রে কর্মরত অসুস্থ রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।

রোববার (১৪ মে) দুপুরের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত গুতসান ভ্যালোরি (৬৯) রাশিয়ান প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমথ’ এ ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের আবাসন গ্রীন সিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্লাটে বসবাস করতেন।

নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল জানান, ১১ মে তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরে ১২ মে পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। রোববার দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিও সাপোর্ট দেওয়ার জন্য রাজশাহীতে সিডিএম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সোমবার (১৫ মে) তার লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি অরবিন্দ সরকার।

ইত্তেফাক/আরএজে