বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফ্লোরিডায় পানির লাইনে ঘুরে বেড়াচ্ছে অ্যালিগেটর

আপডেট : ১৫ মে ২০২৩, ১৫:০৫

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার ওভিডোতে পানির লাইনে রোবট ক্যামেরায় ধরা পড়েছে অ্যালিগেটর। শহরের পানির লাইনে বেশ কয়েকটি গর্ত দেখা দেওয়ায় রাস্তার নীচে পানির পাইপলাইনে তদন্ত করার জন্য রোবোটিক ক্যামেরা পাঠানো হয়। সেখানে প্রায় সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি অ্যালিগেটর পাওয়া যায়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওভিয়েদো শহরের কর্মকর্তারা বলেন, 'প্রথমে আমরা ভেবেছিলাম সরীসৃপটি একটি প্রাণী। কাছাকাছি না আসা পর্যন্ত আমরা দুটি ছোট জ্বলন্ত চোখ দেখতে পেলাম। কিন্তু যখন এটি ঘুরে দাঁড়ায়, আমরা অ্যালিগেটরের লম্বা লেজটি দেখতে পাই। তারপর আমরা কিছুক্ষণ এটি অনুসরণ করলাম এবং দেখলাম যে অ্যালিগেটরটি পাইপের মধ্যে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে।'

এ ঘটনায় নগরবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। কর্তৃপক্ষ স্থানীয়দের পাইপে না যাওয়ার জন্য সতর্ক করেছে।

ইত্তেফাক/ডিএস

এ সম্পর্কিত আরও পড়ুন