চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ মে) সন্ধ্যা থেকে সোমবার (১৫ মে) রাত ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়। সোমবার ১৫ মে) বিকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে এক প্রেস ব্রিফিং করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার হাউসপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল (৩২), মারজুল রহমানের ছেলে সোহেল (২৬), নুরুল ইসামের ছেলে আব্বাস উদ্দীন (৩২), উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), কুমারি গাংপাড়ার আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৩), পার্শ্ববর্তী মিরপুর থানার বাঁশবাড়িয়া কুরশা গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে জমির আলী (৩৫)।
আলমডাঙ্গা থানার এসআই হাদিউজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পৌর সভার পশুহাট সংলগ্ন এলাকা থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে শ্রীরামপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে আব্বাস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তার ঘর থেকে উদ্ধার করা হয় আরও ৩টি চোরাই মোটরসাইকেল। গ্রেপ্তারকৃত আসামি আব্বাসের তথ্যে মিরপুর থানাধীন বাঁশবাড়িয়া, উদয়পুর অভিযান চালিয়ে আরও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক করা হয় চুরির সঙ্গে জড়িত দু’জন আসামিকে।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। এ সিন্ডিকেট আলমডাঙ্গাসহ পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর থানার অনেকে জড়িত। অভিযানে অনেকের নাম উঠে আসছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সময় সুযোগ মতো বিক্রি করে। আটককৃতদের মামলাসহ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ৯টি মোটরসাইকেল আলমডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।