মাদকমুক্ত সমাজ গড়তে শরীয়তপুরে মাদকবিরোধী জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ মে) শরীয়তপুর সদরে চন্দ্রপুর ইউনিয়নের কির্তীনগর বাজারে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল হক।
পুলিশ সুপার সাইফুল হক বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা সবাই মাদককে না বলি এবং মাদককে প্রতিহত করি। খেলাধুলা-সাহিত্য চর্চাই পারে আমাদের মাদক থেকে দূরে রাখতে সুতরাং, এর বিকল্প নেই।
এসময়, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, যুবক, রাজনৈতিক দলের নেতা, কৃষক, বৃদ্ধ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।