দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ ফ্রান্সের উদ্যোগে বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। রোববার (১৪ মে) ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৩ টায় প্যারিসের অদূরে ওভারভিলার বটতলার হলরুমে এ দিবসটি পালন করা হয়।
এ দিবসটিকে ঘিরে শীল গ্রহণ, বুদ্ধ স্নান, একক ধর্মদেশনা, দানসহ বিবিধ কর্মসূচি পালিত হয়। এসময় একক ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ থেকে আগত বান্দরবান রামজাদী বুদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ. গুণ বর্ধন মহাথেরো। এছাড়া তিনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল সম্প্রদায়ের মানুষসহ সকল প্রাণীর সুখ শান্তি সমৃদ্ধ কামনা করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সুনীল বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন স্নিগ্ধা বড়ুয়া। উ. গুণ বর্ধন মহাথেরর জীবনী পাঠ করেন জগৎজ্যোতি বড়ুয়া।