সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে’

আপডেট : ১৭ মে ২০২৩, ০৯:২১

প্রতিবেশী দেশ ভারতের মাটিতেই আগামী অক্টোবর মাসে বসতে যাচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপ শুরুর সময় যত আগাচ্ছে, প্রতিযোগী দেশগুলো নিজেদের দল গোছাতে ততই ব্যস্ত হয়ে উঠছে। সবাই নিজেদের সেরা দল নিয়ে আসবে ভারতে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেকটা শক্তিশালী দল। তাই এবারের বিশ্বকাপে টাইগারদের লক্ষ্যও বড়। আর যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের অনেকটা মিল রয়েছে, তাতে আরো আত্মবিশ্বাসী মনোভাব জেগে উঠেছে টাইগারদের মধ্যে। সে জন্যই নিজেদের সেরা দল নিয়ে বিশ্বকাপে যেতে প্রস্তুতি নিচ্ছে তামিম বাহিনী।

তবে এখনো প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন হতে পারে। বিশ্বকাপের জন্য দল গঠন নিয়ে গত কয়েক সিরিজ ধরেই খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। স্কোয়াডে পরিবর্তন এনে দেখছে কাদের নিয়ে বিশ্বকাপে যেতে পারে টাইগাররা। আর এমন পরীক্ষা-নিরীক্ষায় জাতীয় দলে নিজেদের জায়গা হারিয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানসহ আরো কয়েকজন। বাংলাদেশও সদ্যসমাপ্ত আয়ারল্যান্ড ও আসন্ন আফগানিস্তানের বিপক্ষের সিরিজ দিয়ে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেতে দলের কম্বিনেশন তৈরির জন্যই এত প্রচেষ্টা।

সম্প্রতি সেই প্রসঙ্গে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর ইংল্যান্ডে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, ‘আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি, প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ অনেক জনের। প্রত্যেক খেলোয়াড়ই ঐখানে পারফর্ম করছে। আমি যদি ঘরোয়া ক্রিকেট দেখি, আফিফ আছে ঐখানে; মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে; দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ছয়-সাত জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ নয়। আমি নিশ্চিত, বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবেন।’

নিজেদের সাম্প্রতিক দল নিয়ে তিনি আরো বলেন, ‘দেখুন, আমি মনে করি আমাদের খুব ভালো একটা দল আছে। ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক থেকে যদি বলেন, তাহলে আমরা এক-দুইয়ে থাকব। সেই সব দিক থেকে চিন্তা করলে আমাদের পারফরম্যান্স এখন ভালো হচ্ছে, দলের সমন্বয়টা ভালো, বেশ কয়েকটা কম্বিনেশন আমরা চিন্তা করতে পারি। আমি অনুভব করি যে আমাদের দলের খুব ভালো করার সম্ভাবনা আছে এবার।’

বিশ্বকাপেই মূল কম্বিনেশনটা ঠিক হবে বলে মনে করেন সাকিব। সেই সঙ্গে অনেক সিদ্ধান্ত প্রতিপক্ষ কন্ডিশনকে ভেবেও নিতে হবে। বাংলাদেশ দলে এখন আসলে ট্রায়াল চলছে বলে মনে করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘সিদ্ধান্তটা আগে হয়, রেজাল্টটা পরে। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক, নির্বাচক, সিদ্ধান্ত প্রণেতা যারা আছেন, তারা সবাই ভালো ভালো চিন্তা করবেন। বিশ্বকাপে আমাদের আসল কম্বিনেশনটা তৈরি হবে দল, প্রতিপক্ষ কন্ডিশনের ওপর নির্ভর করে। কোনো মাঠ আছে চার পেসার খেলতে হবে, কোনো মাঠে দুই পেসার খেলবে, কোনো মাঠ আছে ছয় জন বোলার নিয়ে খেলতে হবে। আবার কোনো মাঠে পাঁচ জন বোলারই যথেষ্ট। যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন অনেক কিছুই আসলে চিন্তা করতে হয়। এগুলো শুধু ট্রায়াল চলছে।’

এদিকে সবশেষ ২০১৯ বিশ্বকাপেও বাংলাদেশ দলের ভালো সুযোগ ছিল বলে মনে করেন সাকিব। তবে নিজেদের ভুলের কারণে ভালো অবস্থানে থাকতে পারেনি। কিন্তু এবার আর আগের মতো ভুল না করার বার্তাও দিয়ে রাখলেন এই অলরাউন্ডার। সাকিব বলছিলেন, ‘আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সব সময় ফেয়ার থাকে। সব দলের জন্যই ব্যাপারগুলো একই রকম। আমাদের সব বিভাগেই ভালো করতে হবে, তাহলে ভালো রেজাল্ট আসবে। সর্বশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল, সামান্য কিছু কারণে হয়তো সফল হতে পারিনি। আমরা যেন ঐ ভুলগুলো না করি, সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্যান্য দল তাদের জায়গা থেকে উন্নতি করছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদেরও উন্নতি করতে হবে।’

ইত্তেফাক/এসএস